আঁধারের পথ বেয়ে আমরা হাঁটছি কুচকুচে আঁধারের দিকে
সম্মুখে ওঁৎ পেতে আছে ভয়ঙ্কর ব্ল্যাক হোল
যেন মেরু অঞ্চলের কঠিন বরফে ঢেকে ফেলেছে বিবেক
ভাস্কর এখানে উঠে আসে কুয়াশার চাদর জড়িয়ে
আঁধার ধরণী থেকে যায় অন্ধকার
মনের তমসা দূর করবে কে?
কাউকে ঠকিয়ে যেখানে সুখ
যেখানে মোটেই নেই বিবেকের কষাঘাত
সেখানে হাজার পাওয়ারের বিজলি বাতি অকার্যকর
হাসনা হানুর সুগন্ধে দূর হয় না মনের দুর্গন্ধ
তড়িৎ গতিতে ছুটে আসে লোভের ডাইনোসর
এক নিমিষেই ছিন্ন-ভিন্ন করে দেয় প্রেম-প্রীতি-ভালোবাসা
ছিন্ন করে দেয় পরিবার, সমাজের নিপাট ফুলেল বন্ধন
শুধু জেগে থাকে কিছু নির্ভেজাল, নিখাঁদ কষ্ট
হৃষ্টপুষ্ট নির্মোহ হতাশা
কারো কারো বুকে জন্ম নেয় অজস্র অভুক্ত ক্ষুধা
আকাঙ্ক্ষা পূরণে তুচ্ছ কারণে ওরা ছেড়ে যায় প্রিয়জন
নরম রোদ্দুরে আরামে ঘুমায় বার্ধক্য পীড়িত দুর্ভাগ্য
দুর্ভাগ্য নাশের নেই কোন প্রদীপ্ত আলো
০৯/০৫/২০২২ ইং