আমরা যখন ব্যস্ত থাকি রাতের এ শহরে,
তোমরা তখন সুখ কিনে যাও আপন আপন ঘরে।
দরজা খুলেই জাপটে ধরে মিষ্টি হাসির সুখ,
আমরা তখন গতর খাটাই লুকিয়ে মনের দুখ।
অন্ধকারের শিরায় শিরায়
ঘুরি ফিরি ক্ষুধার পীড়ায়
খুঁজে ফিরি সুখ পিয়াসি হতচ্ছাড়া লোক,
আমার নষ্ট যৌবন লুটে ভুলবে নিজের শোক।
দেহখানি পণ্য ক'রে মনটা তালা বন্দি,
পর পুরুষের সুখ মেটাতে সাজি নট নন্দী।
দিনের ধবল পোশাক ছেড়ে তোমরা নটরাজ,
আঁধার গলির নীল আলোতে সাজো স্বপ্নবাজ।
সেই তোমরাই বলো কিনা বারবনিতা! আর,
মঞ্চে বলো বুক ফুলিয়ে সমাজের ক্যান্সার!
কাকের মতো অধর মুছে দিচ্ছো আলোয় শিস,
মানুষ তো নয়; তোমরা দেখছি মারণাস্ত্র, বিষ!!
০২/১১/২০২৩ ইং