বাঁশ যে এতো সস্তা আমি
বুঝিনি তা আগে,
হাঁদাকে বাঁশ দিতে কি কেউ
উঠে প'ড়ে লাগে?
বোকারামের ধোঁকা খাওয়া
এ আর নতুন কি?
তাকে ঠোকা দিয়ে জ্ঞানী
ভাবে- খাচ্ছি ঘি!
বুদ্ধিমানে নামে যদি
হাঁদার কাতারে,
তারে সামনে সবাই তোষণ করে
পিছে হাসে রে!
তেলের বাজার চড়া বলে
দিচ্ছো সস্তা বাঁশ!
আপন পুচ্ছে ঘুরলে ও বাঁশ
করবে রে হাস- ফাঁস!!
০৩/০৪/২০২৩ ইং
রাত ১০ টায়