বাঁশের লাঠি হাতে নিয়ে
চলছে হাঁদারাম,
সবাই বলে- কী রে হাঁদা!
নেই কি কোন কাম?
রেগে হাঁদা বলে- সবার
পাছায় দিবো বাঁশ,
তখন বন্ধ হবে সবার
মন্দ কথার চাষ।
ভয়তে সবাই চুপ করে রয়
হাঁদা হেলে-দুলে,
চলতে চলতে হঠাৎ হাঁদার
কোঁচা গেল খুলে।
বাঁশটি ছেড়ে যেই না হাঁদা
দিতে গেল কোঁচা,
অমনি নিজের পশ্চাতে সে
খেলো বাঁশের খোঁচা।
লাজে-ব্যথায় হাঁদা তখন
ধুলাতে লুটায়,
দুষ্টু হেসে সবাই সুখে
করছে রে হায়! হায়!!
০৬/০৪/২০২৩ ইং
বিঃ দ্রঃ রম্য মনে হলেও এই ছড়ার মূল থিম কারো ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়।