বাংলা আমার মায়ের ভাষা গর্বে ভরে বুক,
এই ভাষাতে বলতে কথা পাই অনন্ত সুখ।
ফাগুন মাসের আট তারিখে দামাল ছেলের দল,
ভাষার জন্য রক্ত দিতে ভাবেনি একপল।
বীর বাঙালির বুকের রক্তে রঞ্জিত রাজপথ,
সেদিন থেকেই বুকে জাগে প্রদীপ্ত শপথ।
পাক শাসনের শিকল ভেঙে স্বাধীন করতে দেশ,
একাত্তরে দামাল ছেলে ভাবেনি কো লেশ।
রফিক-শফিক-সালাম-বরকত রক্ত ক'রে দান,
মায়ের ভাষা রক্ষা ক'রে বাড়ায় মায়ের মান।
ফেব্রুয়ারির একুশ তারিখ সারা বিশ্বের লোক,
পালন ক'রে "ভাষা দিবস" প্রকাশ করে শোক।
বাংলা ভাষার জন্য অনেক জীবন হলো ক্ষয়,
পেলাম ভাষার স্বাধীনতা, অর্জিত বিজয়।
অথচ আজ পালন করি ইংরেজি মাস দিন,
বুকের ভেতর তীব্র ব্যথায় করে যে চিন চিন।
ইংরেজি মাস দিন এড়িয়ে ফাগুন মাসের আট,
পালন করতে "ভাষা দিবস"
যায় না খোলা মায়ের ভাষার আবদ্ধ কপাট?
মনের ভেতর যদি বাজে তীব্র ব্যথার সুর,
বিশ্বাস করি দূর করা যায় বাধার সমুদ্দুর।
২০/০২/২০২২ ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
বিঃ দ্রঃ ছন্দ-মাত্রা মিলাতে গিয়ে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" এর পরিবর্তে "ভাষা দিবস" লিখেছি। এর জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।