দেখছি পষ্ট সবই নষ্ট তবুও থাকি আশায়,
বন্দী সিংহ মুক্তি পাবে থাকবে না আর খাঁচায়।
শিক্ষা নামক সিংহ বন্দী জ্ঞান পাপীদের হাতে,
পঠন-পাঠন অবহেলে দৃষ্টি ভাতের পাতে।
পাশ-ফেল নেই, ছাত্র-ছাত্রীর পড়ারও নেই দায়,
বছর বছর প্রমোশনে উঠছে উচ্চতায়।
পায় না শিক্ষা, জ্ঞানে নির্গুণ অকর্মার সব ঢেঁকি,
পরিবার ও সমাজের হয় মস্ত বোঝা, এ কী!
টেন-এ পড়ে জানে না কেউ ব্যাকরণের 'ব'!
ফাইভ-এ পড়ে জানে না কেউ অ আ ক খ গ!!
শিক্ষা বিস্তার পদ্ধতিটা বিষে ভরা পথ,
যাচ্ছে প'চে ছেলে-মেয়ে, দেশের ভবিষ্যৎ।
জাতি ধ্বংসের শ্রেষ্ঠ অস্ত্র- ধ্বংস করো শিক্ষা,
অশিক্ষিত জনগণে করবে না হয় ভিক্ষা!
চায় বানাতে কর্তৃপক্ষ গোবর গণেশ দেশ?
যেমন খুশি লুটে খেয়ে থাকবে সুখে বেশ,
শিক্ষার প্রতি বৈমাত্রেয় এমন আচরণ!
জাহান্নামে যাচ্ছে এ দেশ মাছিদের ভন ভন!!
নিজ দায়িত্বে নিজ সন্তানকে শিক্ষা করো দান,
নইলে তোমার দেশ-পরিবার হবে রে খান! খান!!
০৮/০২/২০২৪ ইং
বিঃ দ্রঃ কিছুদিন ধরে আমি টিউশন করছি। দু-একজন বাদ দিলে অধিকাংশের সার্বিক চিত্র এটাই। ভীষণ হতাশা থেকে এই লেখা।