লেখাপড়া হোক না বন্ধ, কার কি এসে যায়!?
ছাত্র-ছাত্রীর কিছু হলে কে নেবে তার দায়?
তার চে' ভালো বাড়ি বসে খেলুক গোল্লাছুট,
অদৃশ্য এক হাতের ছোঁয়ায় হোক না স্বপ্ন লুট!
নির্বাচনটা না হলে কি যায় চালানো দেশ?
মেলা-ঠেলা, উৎসব-পার্বণ ঐতিহ্যেরই রেশ।
দেশ চালানো নয় তো মোটেই অত সোজা কাজ,
সন্ন্যাসীদের ক্ষিপ্ত করলে পড়বে মাথায় বাজ!
বিদ্যাশিক্ষা করতে গিয়ে ধরলে করোনায়,
ছেলে-মেয়ের অভিভাবক করবে রে হায়! হায়!
ধর্মোৎসবে করোনার ওই নেই কো কোন ভয়,
ভগবানের দয়ায় আমরা করবো সবই জয়।
লাটাই আছে আমার হাতে ইচ্ছে খুশি মন,
ছাড়বো কিংবা টানবো সুতা দেখে সুলক্ষণ।
আমার মতো আমি করবো থাকো সবাই চুপ,
নইলে কিন্তু দেখবে সবাই আমার রুদ্র রূপ!
তোমরা যারা দিনে-রাতে নিন্দা করে যাও,
তোমাদের ঘুম হচ্ছে হারাম, চিন্তা করো ফাও।
মেলা হলে সবাই খুশি একটু-আধটু রোগ,
হলে হবে! কপালে যার আছে রে দুর্ভোগ!
আমার এ দেশ করবো আমি ইচ্ছেমতো চাষ,
ভালো লাগলে থাকো সাথে নইলে কারাবাস।
অথবা কেউ তুলবে পটল শূন্যে তুলে হাই!
হাতটা নেড়ে বলবো আমি বন্ধু গো বাই বাই!!
১০/০১/২০২২ ইং