কি রে বিশে লজ্জা কিসে?
কাজ যদি চাস কর,
কাজ না করে পয়সা নিবি?
সব হবে গড়বড়!
সারা রাত্রি কষ্ট ক'রে
চোরে করে চুরি,
দিনের বেলায় নাক ডেকে ঘুম
নাচে মেদ ও ভুঁড়ি।
ফুকুর ফুকুর বিড়ি ফুকিস
কাজ দেখে পাস ভয়,
কাজ না করেই পয়সা নিলে
কর্মীদের রাগ হয়।
কর্মে যারা ঘর্ম ঝরায়
তারাই থাকে সুখে,
অলসগুলো মাস্তি মেরে
চটি কুড়ায় দুখে।
মজুরি চাস সমান সমান
কাজে দিয়ে ফাঁকি,
তুই কোনদিন পারবি হতে
কর্মবীরের সাকি?
ছল-চাতুরীর মাঞ্জা মেরে
যায় কতদিন চলা?
পড়লে ধরা সব হারাবি
বন্ধ হবে কলা।
২৩/০২/২০২৪ ইং