ওরে অন্ধ মনের বন্ধ দুয়ার খোল্
চারিদিকে ওই বাজিছে বিষাণ
ঘন ঘোর মেঘে ঘেরিছে ঈশান
প্রলয় আসিছে বাজিয়ে ডমরু, বাজিয়ে রুদ্র ঢোল।
ওরে অন্ধ মনের বন্ধ দুয়ার খোল্।
কাঁপিছে বাতাস, ফুঁসিছে সাগর তরঙ্গ কল্লোল,
চারিদিকে শুধু হাহাকার শুনি, মানুষের কলরোল।
কে কে আগে যাবি, কে বা পিছে রবি, কী এসে যায় তাতে?
প্রলয় ঝড়ের রুদ্র প্রতাপে মরবি রে তার হাতে।
ভুলে বিচ্ছেদ, জাতিভেদ খেদ দৃঢ় বন্ধনে চল,
রুদ্র ঝড়ের দামামা থামাতে খুঁজে পাবি তবে তল।
আমি বড়ো তুই ছোট এ কথার কেন রে বাজাস ঢোল?
ওরে অন্ধ মনের বন্ধ দুয়ার খোল্।
অগ্নিগিরির অগ্নুৎপাত দেখে কি প্রবীণ-রাজা?
দেখে কি ধর্ম, দেখে কি বর্ণ দেখে কি খায় কে গাঁজা?
তার কাছে সব সমান, তুচ্ছ, কেউ নয় শিশু-নারী,
ঘোর যুদ্ধের প্রবল প্রতাপে উড়ে যাবে ঘর-বাড়ি।
তবে কেন তোরা অহংকারের বাজাস শক্ত ঢোল?
ধর্মের নামে কেন রে সবাই খাচ্ছিস পচা ঘোল?
ওরে অন্ধ মনের বন্ধ দুয়ার খোলা।
১৪/১০/২০২৩ ইং