কী পাও নি তাই না ভেবে মন কী পেয়েছ ভাবো তাই,
দেখে প্রাপ্যের লম্বা হিসেব চমকে যাবে বলছি ভাই।
মায়ের আদর-ভালোবাসা না পেলে কি বাঁচতো কেউ?
পথের পাশে পড়ে থেকে হয়তো তুমি কাঁদতে ভেউ!
আহার যদি না দিত বাপ গায়ের রক্ত জল ক'রে,
ভেসে যেতে কোন অনন্ত মৃত্যুপুরীর পথ ধ'রে।
না দিলে ওই সূর্য আলো থাকতো পৃথ্বী অন্ধকার,
কাঁদতে হতো আলোর জন্য দুহাত জুড়ে হাজার বার।
জীবনদায়ী বাতাস যদি না থাকতো এই ধরার 'পর,
বড়াই করার সুযোগ কি আর পেতে তোমরা হে, বর্বর!
মাটি যদি না জন্মাতো আহার যোগ্য শস্য-ফল,
কোথায় পেতে দানবরূপী কর্ম করার শক্তি-বল!?
মানুষ হয়ে জন্ম নিয়ে স্বীকার করো স্রষ্টার দান,
পশুর স্বভাব করে বর্জন মহৎ কর্মে দাও না শান।
যা পেয়েছো মন হরষে মেনে নিয়ে চলো পথ,
যা পাওনি তা পাওয়ার আশায় হও কেন সব পশুবৎ।
ভালোবাসো পিতা-মাতায় বাল্যে যেমন পেয়েছো,
আহার জোগাও তাদের মুখে তোমরা যেমন খেয়েছো।
কৃতজ্ঞতা পাশে বাঁধো পিতা-মাতা, সৃষ্টি কে,
সুখ সাগরে ভাসবে জেনো, বাঁচাও মানব কৃষ্টি কে।
১৮/০১/২০২২ ইং