ম্যাচ জিতেছে সৌগতদা বলো হরি হরি বোল,
এসো সবাই ঘরের বাইরে হাতে নিয়ে কাশি ঢোল।
রোহিত শর্মা কী আর করলো সব করলো ওই বুড়ো!
নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে করলো গুঁড়ো গুঁড়ো!!

সৌগতদার জন্য সবাই হাতে হাতে দাও তালি,
স্বর্গে গিয়েও দাদুর উদর না যেন রয় গো খালি।
ভালো এক পেগ মদ ঢেলে দাও ঘুম যেন হয় ভালো,
নইলে দাদুর বায়ু চড়বে- দেখবে আঁধার কালো।

বুড়ো হাড়ের ভেলকি দেখে লেগে গেছে ভীষণ তাক।
সাবাস বাঙ্গু বুড়ো দাদু! হয়ে গেছি হতবাক!!
আরো যে সব আধ পাগলা জুড়েছিল কী শোরগোল!
তাদের জন্যেও হাত তালি হোক বলো সবে হরি বোল!!

১০/০৩/২০২৫ ইং

"চ্যাম্পিয়নস ট্রফি" জেতার জন্য টিম ইন্ডিয়াকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। এ জয়ে আমরা আনন্দিত! আমরা গর্বিত!! টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে সৌগত বোস আজেবাজে কথা বলেছিল। তার প্রতিবাদস্বরূপ এ ছড়া।