ছোট্ট ছেলে রাগ ক'রে কয়, ওহে ভগবান,
তুমি নাকি সবার ত্রাতা? নাকি গুণগান?
আমার জন্মের আগেই বাবা গেছেন পরপার,
জন্ম দিয়ে মাও গেলেন দেখিনি মুখ তার।
পরের লাথি-গুতো খেয়ে কাটে আমার দিন,
এর ওর ঘরে কাজ করে খাই, স্বাস্থ্য আমার ক্ষীণ।
একটু এদিক-ওদিক হলেই মারে সবাই চড়,
মারের চোটে মাঝে মাঝে আসে গায়ে জ্বর।
জ্বর ও ব্যথা নিয়ে গায়ে তবু করি কাজ,
একটু ভুলের জন্য আমি পাইনি খাবার আজ।
তুমি নাকি দয়ার সাগর, খুলো তোমার আঁখ,
দেখো আমায় ধরছে ঘিরে হাজার দুঃখের ঝাঁক।
মাছের পোনার মতো দুঃখ চলে বেঁধে দল,
আমি শুধু খাচ্ছি খাবি পাই না খুঁজে তল।
আমার কষ্ট লাঘব করলে ডাকবো দিবা-রাত,
দয়া করে দাও না আমায় এক-দুমুঠো ভাত!
ওই হোতা ওই পার্কের ভেতর দেখি আমি রোজ,
বড়লোকের ছেলে-মেয়ে করে দারুণ ভোজ।
মনে আমার ওদের মতো ইচ্ছে জেগে রয়,
হাসবো, খেলবো, ভাববো পৃথ্বী দারুণ মধুময়।
হে ভগবান! দয়া করো, হয় না সহ্য আর,
নইলে আমায় নাও না তুলে বাবা-মায়ের পার!
এই পৃথিবীর মানুষগুলো নরখাদক বাঘ,
কাজ করাবে, খাবার চাইলে বলে, ব্যাটা ভাগ!!
০৩/০২/২০২২ ইং