প্রেম! সে তো রোজ আসে মনের খাতায়
লিখে যাই রোজ
মেঘলা আকাশ মন খোঁজে প্রিয়জন
ঝরনার হাসি খোঁজে
খোঁজে ফুলের সুবাস
কিন্তু হায়--!
ভেসে আসে ধর্ষিতার বুকফাটা আহাজারি
একটা নয়, দুটো নয়, অজস্র-- রোজ--
শুনি ভাগাড়গামী গৃধ্রীর চিৎকার
বাদ যায় না চার বছরের শিশুও
ঢিল ছুঁড়লে যেভাবে ঢেউ উঠে জলে
সেভাবে কষ্টের ঢেউ উঠে মনের পাতায়
শিশুর মলিন হাসি দেয় খুব জ্বালা
ভাঙনের সুর বাজে বুকে
যেভাবে স্রোতের টানে ভেঙে যায় তটিনীর পাড়
জীবন অসাড়
পাখির কাকলি জাগে শিশুর হাসিতে
মিটায় অনন্ত তৃষ্ণা জল
পাই না তো খুঁজে কোন তল
যখন অবোধ শিশু করে কাড়াকাড়ি কুকুরের সাথে
ডাস্টবিনে খুঁজে ফেরে অনল ক্ষুধার অন্ন
বিলাসের জীবন যাদের
রাখে না তো খোঁজ
কে দিয়েছে তার ঘরে চাল-ডাল-তেল
কে জোগায় শরবতী বেল
এই সব ভেবে ভেবে কেটে যায় দিন
প্রেম-ভালোবাসা হাসে মেঘলা মলিন
হৈমন্তী মিঠেল রোদ ভেসে যায় ভিখারির হাঁকে
"দুটো টাকা দেবে বাবু? দেবে এক মুঠো ভাত?"
স্রষ্টার নিকটে তুলে হাত, করে মোনাজাত
কষ্ট হেসে সোনালি প্রভাত হয়ে যায় উদাস দুপুর
ময়ূর পেখম মেলা মনে আর বাজে না প্রেমের নূপুর
১৫/১১/২০২১ ইং।