মিথ্যে গুজব ছড়িয়ে হিঁদুর ঘরবাড়ি হয় লুট,
পুলিশের ঢালে খুনি ও লুটেরা চলে হয়ে স্যুটবুট।
হিন্দুরা যেই প্রতিবাদ করে পুলিশ খড়গ হস্ত!
লাঠিপেটা করে, লাথি গুতা মারে কী যে খেলোয়াড় মস্ত!!
গুড প্রশাসন চুপ থেকে থেকে গুণ্ডার হয়ে ঢাল,
ন্যায্য দাবীর প্রতিবাদীদের তুলছে পিঠের ছাল।
যে সব বৃষভ পরের জন্য কেঁদেই বেহুঁশ হয়,
আপন ভায়ের নিপীড়নে তারা মৌন মূষিক রয়।
ধর্মের নামে গুম-খুন কারি ক্ষমতা লোভীর তাস,
অত্যাচারের নির্দেশ দিয়ে ছড়ায় গুজব ফাঁস।
শাক দিয়ে মাছ ঢাকা যায় জানি, যায় না সত্য ঢাকা,
শোন হে খিলাড়ি! বন্ধ হবেই তোমার গতির চাকা।
বৈষম্যের বহ্নিতে পুড়ে মানুষ হচ্ছে কালি,
তোমার মুখের হাসি যেন ওই চন্দ্রিমা এক ফালি।
চাঁদ ক্ষয়ে ক্ষয়ে ডুবে যায় জেনো আঁধারের বারিধিতে,
পুষ্প কানন সুখের আনন ঢেকে যাবে রজনীতে।
১৫/০৪/২০২৫ ইং