বাধ্য হয়ে আসবি (আর - ৭২)
--জগদীশ চন্দ্র মণ্ডল
তোরে কাছে ডাকি আমি পাই না কিন্তু কাছে,
তোর বিরহে মনটা আমার বাঁদর নাচা নাচে।
তোরে কাছে পেলে আমি হতেম মস্ত রাজা,
পাই না বলেই এখন নিতি খাচ্ছি আমি গাঁজা।
খেয়াল খুশি মতো ঘুরিস দিয়ে আমায় ফাঁকি,
অথচ তুই ছিলি আমার মস্ত বড়ো সাকি।
মেঘের মতো উড়ে বেড়াস শূন্যে ডানা মেলে,
এতো মজা কী করে পাস আমার সাথে খেলে!
আমিও এবার বাতাস হয়ে বইবো খুশি মতো,
উড়িয়ে নিয়ে তোর এলোচুল মাখবো খুশি যতো।
দেখবো তখন কেমন করে থাকিস দূরে দূরে,
বাধ্য হয়ে আসবি তখন আমার কাছে ঘুরে।
০৮/১২/২০২১ ইং।
বাক্যহারা (আর - ৭৩)
--জগদীশ চন্দ্র মণ্ডল
ছোট্ট খুকু নামটি ময়না,
প'রে অনেক দামি গয়না,
নৃত্যের তালে তালে চলে।
পাড়া-প্রতিবেশী সবাই,
তাকে নিয়ে করে বড়াই,
পাড়াটাই তার পদতলে।
মিষ্টি হাসি মুখে থাকে,
আদর করে সবাই তাকে,
একদিন পড়লো ময়না জ্বরে।
ছন্দহারা হলো পাড়া,
দুঃখে সবাই বাক্যহারা,
বন্দি হয়ে আছে ঘরে।
১০/১২/২০২১ ইং।