মা ছাড়া এ পৃথিবীতে কে বাসে আর খুব ভালো?
ধূপের মতো পুড়ে পুড়ে সন্তানকে দেয় সুখ আলো।
কষ্ট দাহে দগ্ধ হয়েও সন্তানকে দেয় স্বর্গ সুখ,
সেই মাতাকে ভুলে সন্তান দেয় অনন্ত-অসীম দুখ।
যেদিক তাকাই দেখি শুধু বৌয়ের গোলাম শান্ত বর,
তিনিও যে মা হবে রে যাকে নিয়ে করিস ঘর!
আজকে যাকে কষ্ট দিয়ে মেতে আছিস আনন্দে,
তার চে' অনেক কষ্ট দেবে তোর সন্তানে সানন্দে।
ধুঁকে ধুঁকে বৃদ্ধ মাতা যাবে চলে ওপারে,
বয়স কালে তুইও খাবি উপচে পড়া ধোঁকা রে!
পুব গগনের নবীন সূর্য ঢেকে যাবে আঁধারে,
চক্ষু থাকতে হাতড়াবি পথ ঊর্মিমালার পাথারে!
আজকে না হয়; দুদিন পরে জাগবে বিবেক ঘা খেয়ে,
তখন মাকে পড়বে মনে কাঁদবি মুক্তির পথ চেয়ে।
তারার ভিড়ে মা জননী মুখ লুকিয়ে কাঁদবে খুব,
তুইও তখন মাকে ভেবে দুখ সাগরে মারবি ডুব।
মায়ের চেয়ে এ ধরাতে নেই রে কেউ আর আপনজন!
আয় না মাকে ভালোবাসি বেঁচে আছে যতক্ষণ।
মা ছাড়া এ পৃথিবীটা ব্ল্যাকহোলের অন্ধকার,
ঘোর বিপদে মা ছাড়া কে পাশে থেকে করে পার?
১০/০৬/২০২২ ইং