অন্ধকারে পথ খুঁজি, খুঁজে ফিরি আলোর ঠিকানা।
আলোর প্রদীপ্ত দীপ নিয়ে যারা বসে আছে চুপ,
আঁধার গেলে কি তারা জ্বেলে দেবে গন্ধময় ধূপ?
নাকি শ্বাপদের ভয়ে ঘুম থেকে জেগে ওঠা মানা?
নিয়ত গৃধ্রীর ঠোঁট নির্দ্বিধায় দিয়ে যায় হানা,
ভাগাড় সৃজন করে পরজীবী সে রক্তলোলুপ!
জিঘাংসায় মানবতা লুপ্ত হয়ে ঝরে পড়ে টুপ।
তবে কি ধরায় সুখ মেলিবে না উল্লসিত ডানা?
এ কোন অভয়ারণ্য? অনুক্ষণ ভীতির প্রহর,
তিমির বিদারী সূর্য ঝরাবে না অবিনাশী তাপ?
সচল বিবেকবান যারা ধৃতরাষ্ট্র সেজে রয়,
অন্ধ প্রকোষ্ঠে ওদের জ্বলিবে না আলোর ঝালর?
জোয়ার থামাতে পারে রুদ্ররূপী ভাটার প্রতাপ,
ঐক্যের দেয়াল পারে জিনে নিতে শ্বাপদের ভয়।
১৯/০৯/২০২৩ ইং