মায়ের সাথে তুলনা কি হয়?
মা ছাড়া এই জগত মসীময়!
দুঃখ-কষ্ট লুকিয়ে রেখে বুকে
হাসি ফোটায় ছেলে-মেয়ের মুখে।
হিমালয়ের উচ্চতা কী আর!
মায়ের ভালোবাসা মানায় হার!
স্রোতস্বিনীর রুদ্র বেগের চেয়ে
তাঁর মমতা চলে অধিক ধেয়ে।
সেই মায়েদের রাতুল পায়ে আমি
শ্রদ্ধায় প্রণাম করি দিবা-যামী।
মায়ের মুখে আনতে পুষ্প হাসি
এসো সবাই ওঁদের ভালোবাসি।
১৫/০৫/২০২৩ ইং
বিঃ দ্রঃ নানা রকম কাজের চাপে নীরবে চলে গেছে মাতৃদিবস! দেরিতে হলেও সব মায়েদের চরণে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।