কী যে বলেন দাদা!
আমি মানুষ আধা।
মাঝে মাঝে লিখি বলেই
হয় কি কাব্য সাধা?
আমায় নিয়ে ভাবতে যাবে
আছে এমন গাধা?
যা লিখেছি নিজের জন্য
নিজের মূল্যায়ন,
কার বা এমন দায় পড়েছে
পোড়াবে এই মন?
আমি কারো পাকা ধানে
দেই না মোটেই মই,
অনুমানের আগুন জ্বেলে
কেন ভাজেন খই?
দাদা, কেন ভাজেন খই?
অগ্নিগিরি নিজের তেজে
জ্ব'লে ওঠে রোজ,
তার কী এমন দায় পড়েছে
রাখবে আমার খোঁজ?
বলুন- রাখবে আমার খোঁজ?
সবাই ভীষণ ব্যস্ত মানুষ
কারো সময় নেই,
আমায় নিয়ে ভাবতে গিয়ে
কে হারাবে খেই?
যার যা খুশি ভাবতে পারে
কী এসে যায় তাতে?
আমার মতো আছি আমি
খাচ্ছি ডালে-ভাতে।
ওসব ছেড়ে আসুন দুভাই
আনন্দে গান গাই,
সবকিছুতে ভালো খুঁজি
যেখানে যা পাই।
১৫/০৩/২০২৫ ইং
"পান্তা ভাতে ঘি" নামক আমার লেখাটি পড়ে আমার ভীষণ প্রিয়জন, গুণী রবীন্দ্র সংগীত শিল্পী কৌশিক মজুমদার (আমার প্রিয় কৌশিকদা) লিখেছেন,"এ লেখা পড়ে অনেকের গাত্রদাহ হতে পারে বা আপনি অনেকের বিরাগ ভাজন হতে পারেন।" তারই জবাবে আমার এই লেখা। তাই লেখাটি প্রিয় গুণী শিল্পীকেই উৎসর্গ করলাম।