এখনো ফাগুন আসে পলাশের বনে
কৃষ্ণচূড়া শিমুলের রঙ মাখা দখিনা মলয়
নতুন পল্লবে সুখে দিয়ে যায় দোলা
কোকিলের কুহু কুহু ডাকে
পিপাসিত এই হৃদে জাগে শিহরণ
আমি পথ ভোলা
ভালোবাসা খুঁজে ফিরি ফসলের মাঠে
হিজলের বনে
চৈত্রের ঝাঁঝালো রোদে
ক্লান্ত-শ্রান্ত পাখির ডানায় খুঁজি প্রেমের আলাপ
কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে
ডেকে যায় একলা ডাহুক
আমার মনের কোণে জেগে রয় সীমাহীন ভুখ
বসন্ত এসেছে কানে চুপি চুপি বলে যায় শুকনো পাতায়
আসেনি কো সে
যার জন্য একা জাগি রাত
সে গিয়েছে অন্যখানে, আসেনি প্রভাত
২৭/০২/২০২৩ ইং