লোকটি ভীষণ বিচক্ষণ, বুদ্ধিমান ও চতুর
একটি উড়ন্ত ভাবনাকে কীভাবে থামাতে হয়
কীভাবে আবেগের পায়ে দড়ি পরাতে হয়- সে জানে
সে জানে- কীভাবে একটি স্বপ্নকে জীবন্ত কবর দেয়া যায়
ভেবেছিলাম খুলে গিয়েছে তার মনের বন্ধ জানালা
রজনীগন্ধার এক পশলা সুগন্ধি সতেজ বাতাস লেগেছিল গায়ে
মনের উন্মুক্ত বাতায়নে আবার খিল এঁটে দিল তার দুর্বুদ্ধির বাবলা কাঁটা
প্রত্যাশিত মিলনের পথে সে এঁকে দিয়েছে অজস্র বাধা নিষেধের লক্ষণ রেখা
সে যেটা চায় না, হ্যাঁ বলেও সেটাকে না করে দিয়েছে নিপুণ কৌশলে
সে সব বোঝে--
শুধু বোঝে না কারো ভালোবাসা
সব পারে সে--
শুধু নিয়ন্ত্রণ করতে পারে না নিজের জেদকে
লতানো লাউ ডগার মতো তাকে বাড়তে দিয়েছে আকাশ সমান
২৬/১১/২০২৩ ইং