ঈশ্বর উধাও
কোথাও তাঁর অস্তিত্ব নেই
জল-স্থল, আকাশ-বাতাস, পৃথিবী,
কোথাও নেই ঈশ্বর
তাই সমাজবিরোধীদের পোয়া বারো
নিশ্চিন্তে রক্ত চুষে খায় দ্বিপদী জোঁক
বেড়েছে নরদেহ লোভী হায়নার উৎপাত
নারীর সম্ভ্রম হানিকারী শকুনের বীভৎস উল্লাস
নিশ্চিন্তে তামাক খায় সমাজ হিতৈষী নেতা
আঁখিতে আতর মেখে দেখায় শোকের বাহানা
এতো সুযোগ পেয়েও ওরা ঈশ্বর বিদ্বেষী
অথচ জীবনের পড়ন্ত বেলায় ওরাই বলে-
হে ঈশ্বর! আমি অপরাধী
ক্ষমা করে দাও আমায়
যখন রঙ হারায় যৌবনের সুদৃশ্য ময়ূর পুচ্ছ
পোষ্যদের কাছে হয়ে ওঠে আগাছা, অপাঙক্তেয়
তখন খুলে যায় বিশ্বাসের অবরুদ্ধ দুয়ার
জেগে ওঠে ঈশ্বর বিশ্বাসের অব্যয় ভক্তি
যেভাবে আঁধার তাড়িয়ে উঁকি মারে ভোরের সূর্য
কী অদ্ভুত!
কী অপার মহিমা তোমার!!
১৩/১০/২০২৩ ইং