অনু আমার ছোট্ট সোনা মা,
যতই বলি কথা বলো, বলবে-- না-- না-- না--
ঘুমের থেকে উঠেই দেবে কল,
নানা রকম বাটন টিপে হাসে সে খল্ খল্!
পর্দায় ভেসে ওঠে ভূতের মুখ,
আমি আঁতকে উঠি দেখে পায় সে ভীষণ সুখ।
মাঝে মাঝে বানায় মুখে দাড়ি,
চমকে উঠে ইচ্ছে করে মুখটা করি হাঁড়ি।
অমনি হাসির দমকা হাওয়া বয়,
দুষ্টু অনু তখন কি আর চুপটি করে রয়!
পর্দায় ভাসে খুন্ খুনে এক বুড়ি,
কুঞ্চিত ভাল দেখে আমার মারে তখন তুড়ি।
আমি বলি এবার রোসো মা,
আমার কথায় করে না সে কোন রকম গা।
বলি তারে এবার মা গো রাখো,
সনু-পাউডার এনে মুখে একটুখানি মাখো।
তার-ই সাথে মাখো কালি-ঝুলি,
তোমায় দেখে ভয়তে কাঁপবে ভূতের মামি তুলি।
অমনি দুষ্টু ক'রে ভীষণ রাগ,
মুঠোফোনটা ছুঁড়ে ফেলে দেখায় অনুরাগ।
১২/১১/২০২১ ইং।
অনুভা ওরফে অনু আমার ভাইঝি। মাঝে মাঝে ভিডিও কল করে শুধু কার্টুন বানায় আর খিলখিলিয়ে হাসে। ওর জন্য এই লেখা।