(১৩)
সবাই ঠকায়, ঠকিতে চায় না
তাতেই দারুণ শান্তি,
অবশেষে দেখে নিজেই ঠকেছে
তবুও কাটেনা ভ্রান্তি!
(১৪)
নিজের গিন্নি ঘরে রেখে যায়
পরের জায়ার কাছে,
পর পুরুষের জন্য গিন্নি
মাদুর- চাটাই নাচে।
(১৫)
পরের পুচ্ছে কাঠি দিতে গেলে
নিজের পুচ্ছে ঢোকে,
এ কথা মূর্খ বোঝে অনায়াসে
বোঝে না চতুর লোকে।
০২/০৪/২০২৩ ইং