হঠাৎ যদি ডাক এসে যায়
যাবো পৃথ্বী ছেড়ে,
কেউ বেদনায় হয়তো কাঁদবে
একটু গলা ঝেড়ে।
ভালোবাসার অন্তিম আবেগ
প্রকাশ পাবে তাতে,
আমার কোথায় সান্ত্বনা বল?
এখন মরি ভাতে!
শমন যেদিন নিয়ে যাবে
তখন কী লাভ কান্নায়?
কী লাভ হবে ঢাকলে চিতা
হীরা-চুনি-পান্নায়?
জীবদ্দশায় একটু আদর
ভালোবাসা পেলে,
হয়তো সুখের পুষ্প হাসি
দিয়ে যেতাম ঢেলে।
চাই না আমি হীরে-পান্না
চাই না আমি বিত্ত,
একটি কণা ভালোবাসা
চায় যে আমার চিত্ত।
১৯/০৪/২০২৩ ইং
আজ পবিত্র "ঈদুল ফিতর।" সব কবি বন্ধুদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। "ঈদ মোবারক!"