ভূপেশ বললো, "আমি এখন অন্যরকম মানুষ,
কারো কথায় দিই না কোন কান।
যার যা খুশি যাচ্ছে বলে যাক,
সুখ যদি সে পায় খানিকটা, পাক।
এই তো সেদিন সওদা করতে কাঁঠাল তলা যাই,
মুঠোফোনে বন্ধুর সাথে হচ্ছিল খুব কথা।
বিষয় ছিল মরা হাতির কাজ,
কীভাবে এ দেশের ক্ষতি করলো দৈত্য রাজ!
শুনেই অমনি বিপিন খুড়ো উঠলো ভীষণ রেগে!
আমার দিকে তীক্ষ্ণ কথার বজ্র ছোটায় বেগে।
সব ছিল তা আবোল-তাবোল, বন্য পশুর ঝাঁজ,
আমার মাথায় পড়লো যেন দশ টনি এক বাজ!
বুঝলাম তিনি জ্ঞানের মস্ত হাতি!
বেভুল পথে বকছে আমায় ফুলিয়ে বুকের ছাতি।
আপন সম্মান বজায় রাখতে রইলেম আমি চুপ।
মনের মতো করলো খুড়ো আমারে বিদ্রুপ!
তাই তো আমি কারো কথায় দিই না এখন কান।
যার যা খুশি যাচ্ছে বলে যাক,
সুখ যদি সে পায় খানিকটা, পাক।"
০৫/১২/২০২৩ ইং
চলমান --
বিঃ দ্রঃ কবিতাটি ছোটখাটো কাহিনী কাব্য। একটু বড়ো। তাই তিনটি ভাগে বিভক্ত করে পোস্ট করছি। আজ প্রথম ভাগ দিলাম।