টুপ করে ঝ'রে পড়ে চাঁদ থেকে জোছনা,
ওহে খোকা, কেন কাঁদ? চোখ দুটি মুছ না!
চেয়ে দেখো নীলিমায় তারাদের মিছিল,
জ্বলে-জ্বলে আলো দেয়, আলোকিত নিখিল।
চুপচাপ বসে শোনো বাতাসের শব্দ,
বুকে জমা ব্যথা সব হয়ে যাবে জব্দ।
শিয়ালের ডাক শোনো, সমাজের গাত্রে?
অনায়াসে খেয়ে নেয় ভালো যাহা পাত্রে।
তুমি আমি চুনোপুঁটি কেঁদে হবে লাভ কি?
খুলে দাও দেহে থাকা প্রতিবাদী ঝাঁপটি।
মার খেয়ে মার আর করবে না জারণ,
বিনিময়ে মার দিয়ে করে নাও পারণ।
সমাজের বুকে তবে বেড়ে যাবে মূল্য,
ভাগ করো দুঃখটা ক'রে সমতুল্য।
দুর্বল মানুষের নেই দাম সমাজে,
শক্তের ভক্তরা দুই হাতে পা মাজে।
কাঁদাকাটি আর নয়, হতে হবে শক্ত,
যারা আজ মার দেয় তারা হবে ভক্ত।
রামধনু রঙ থেকে মেখে নাও লালিমা,
মুছে ফেল হৃদয়ের যতো আছে কালিমা।
প্রকৃতির রঙ মেখে মন করো সবুজ,
কখনো গো হয়ো নাকো নির্বোধ, অবুঝ।
সুধাকর ওই পায়ে ঢেলে দেবে জোছনা,
আর কেন কাঁদো বলো? আঁখিজল মুছ না!
০৬/০২/২০২২ ইং