অন্ধকারেই মাঝে মাঝে থাকি আমি ভালো,
ভালোবাসার প্রদীপ যখন জ্বালে না আর আলো।
অবিশ্বাসের রুদ্র ঝড়ে
আকাশ যখন নুয়ে পড়ে
তখন আমি অন্ধকারেই থাকি ভীষণ ভালো,
ভালোবাসার প্রদীপ যখন জ্বালে না আর আলো।
ঝঞ্ঝাবাতে বিধ্বস্ত এ জীবন তরী খানি,
ছিঁড়েছে পাল ভেঙেছে হাল টানছি শুধু ঘানি।
কূল-কিনারা পাই না কিছুই চলি নিরুদ্দেশে,
স্বপ্নগুলো গুমরে মরে অনাহারীর বেশে।
তখন আমি অন্ধকারেই থাকি ভীষণ ভালো,
ভালোবাসার প্রদীপ যখন জ্বালে না আর আলো।
দিনের আলোর প্রহর গুলো
দুঃখ ঝড়ে গুঁড়ো গুঁড়ো
বাজে না আর সুর,
যেদিক তাকাই শুধুই দেখি ব্যথার সমুদ্দুর!
তখন আমি অন্ধকারেই থাকি ভীষণ ভালো,
ভালোবাসার প্রদীপ যখন জ্বালে না আর আলো।
১২/০৫/২০২২ ইং