শমিক বাবু রবি প্রেমিক, ভালোবাসার মন,
ভোরের রবির মতই ছড়ায় আলো অনুক্ষণ।
গুণী লোকের কদর করে মনের অর্ঘ্য দিয়ে,
তারাই ছিনিমিনি খেলে আবেগখানি নিয়ে।
তাই এখন তাঁর বুকে জমা কষ্ট নদীর ঢেউ,
অগ্নিগিরির অগ্নি যেন দেখে না তো কেউ।
শিল্পী সত্ত্বার অবগুণ্ঠন খুলে দেখে- বিশ্ব,
দম্ভ ভরা, বাতিকগ্রস্ত আর্বাচিন সব, নিঃস্ব।
যার জন্য তাঁর ভালোবাসার স্রোতস্বিনী বয়,
তার বুকে নেই ভালোবাসা, শুধুই অবক্ষয়।
ভালোবাসার প্রতিদান কি সবাই দিতে পারে?
উল্টো অপমানের কালি দেয় মাখিয়ে তাঁরে!
চোখের কোণে ছানি পড়লে দেয় কমিয়ে জ্যোতি,
তেমনি অহংকারের ছানি টানে বুদ্ধির যতি।
"ভালোবাসা অমূল্য ধন", উপলব্ধি তাঁর,
অপাত্রে বিলালে কষ্ট "ন্যায্য উপহার"!
১৬/০৬/২০২৩ ইং
বিঃ দ্রঃ বাস্তব ঘটনার আলোকে লেখা। শুধুমাত্র "শমিক বাবু" নামটি কাল্পনিক।