সুরের সম্রাজ্ঞী তুমি বিদিত ভুবনে,
সারাটা জীবন তুমি একনিষ্ঠ মনে,
সুরের সাধনা করে না ফেরার দেশে,
চলে গেলে হে সম্রাজ্ঞী, হেসে বীর বেশে।
তোমার কোকিল কন্ঠে শুনেছি যে গান,
আর কোথা পাব বলো সে মধুর তান?
তোমার সুরেতে ছিল মোহিত এ বিশ্ব,
চিরতরে এ ধরণী হয়ে গেল নিঃস্ব।
সবারে কাঁদায়ে গেলে ওগো সুর রানি,
কে শোনাবে আমাদের কণ্ঠসুধা খানি!?
তোমার অমর গীতি জগতের মাঝে,
বাঁচাবে তোমায় জেনো সম্রাজ্ঞীর রাজে।
তোমার নশ্বর দেহ হয়ে যাবে লয়,
পৃথিবীতে তুমি রবে অম্লান, অক্ষয়।
০৬/০২/২০২২ ইং
আদ্য ০৬/০২/২০২২ ইং তারিখে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেসকার না ফেরার দেশে চলে গেছেন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা।