আমরা অদ্ভুত বেপরোয়া সময়ের হাতে বন্দি
নিজের ঘরে বসবাস করতে
কিংবা নিজের খাবার খেতে
কর দিতে হয় অনাহুত লেবেল সাঁটানো মাস্তানদের
স্বঘোষিত স্রষ্টার শক্তিতে ওরা বলিয়ান
কারো বাড়া ভাতে ছাই দেয়া
কিংবা পাকা ধানে মই দেয়া
ওদের সহজ-স্বাভাবিক ধর্ম
বুনো মোষ অথবা পাগলা হাতির মতো
ওরা দাপিয়ে বেড়ায় শহর থেকে শহরে
গ্রাম থেকে গ্রামে
সদলে
বন জঙ্গল নয়
ওদের ক্ষমতার লেলিহান শিখায়
পুড়ে মরে ভাগ্যান্বেষী, শ্রমজীবী মানুষ
ওরা বাতাসে গা ভাসিয়ে ঘুরে বেড়ায় সর্বত্র
হয় ভিক্ষান্নে প্রতিপালিত
কখনো কখনো ধর্ম বণিকের ছদ্মবেশে ওরা কর্মহীন সুদক্ষ লুটেরা
বাঘ-সিংহ ক্ষুধা নিবৃত্ত করে গায়ের শক্তিতে
আর ওরা ক্ষুধা মিটায় জুজুর ভয় দেখিয়ে, সগর্বে
মৃদু বাতাসের ধাক্কায় যে পড়ে যায় মাটির ধুলায়
অদম্য অসীম শক্তিশালী ভীমের গতিতে পাহাড়ে ধাক্কা মারে সেও
মদ, মাদক আর অদৃশ্য শক্তির প্রভাবে
আর অসহায়ত্বের ঘূর্ণিপাকে হুমড়ি খেয়ে পড়ে আমজনতা

০৬/০৯/২০২২ ইং