আমি এক সাধারণ লোক
সকালে বিকেলে ব্যস্ত পড়ানোর কাজে
মাঝখানে পড়ে থাকে খানিক সময়
সংসারের নানা কাজে ব্যস্ত থেকে থেকে
সময় সুযোগ পেলে পড়ি কিছু বই
যাতনা বেদনা যত রাখি মনে মনে
করি না কখনো কোন শোক
আমি এক সাধারণ লোক

সুগার এজমা নিয়ে করি বসবাস
কখনো সখনো ওরা করে ফোসফাস
সাপের মতন
আমি নির্বিকার
আমার ঘাড়ে যে আছে বোঝার পাহাড়
আমার থেকেও রোগী- জননী আমার
হাঁটু ব্যথা
কোমরের ব্যথায় কাতর
তার চেয়ে আরো বড়ো- হাঁপানির রোগ
হৃদরোগে কাবু আরো বেশি
কী করে ডরাই রোগে যতই দেখাক না সে পেশী

রহস্য চাদরে ঘেরা গিন্নির অসুখ
এ যেন মেঘের সাথে তপনের লুকোচুরি খেলা
ঘন ঘোর মেঘে ঢাকে রবি
নিমেষে মেঘের আড়ে উঁকি মারে সে যে
দেখায় সে তার পুনঃ হাস্যোজ্জ্বল ছবি
গিন্নির অবস্থা ঠিক তাই
এই রোদ এই বৃষ্টি
স্বস্তির ললাটে জোটে মুড়ো-ঝাঁটা-ছাই

এভাবেই জীবনের অথই সাগর
দুপায়ে মাড়িয়ে চলি, ক্লান্ত কলেবর
কেউ ভালোবাসে খুব
কেউ বা বকেই খুশি কেউ দেয় দোষ
কেউ বা আমার 'পরে দারুণ নাখোশ
মনের স্বচ্ছতা নিয়ে
তবুও তো বেঁচে আছি সময়ের নিদারুণ ফেরে
বহতা নদীর মতো চলেছি শেষের দিকে ছুটে
বাঁচার তাগিদে বাঁচি
ব্যথার কন্টকরাজি দুহাতে নিতেছি সব লুটে
ছাইপাছ লিখি মাঝে মাঝে
কারো কারো ভালো লাগে খুব
কেউ কেউ বলে খুব বাজে
বাঁচার, লেখার তবু কী যে এক অবিনাশী ঝোঁক
আমি এক সাধারণ লোক

চারিদিকে শঠতার কুবের ভবন
অজগর উদরের বাড়ন্ত বৈভব
ছুটন্ত বাতাসে ভাসে ক্ষুধাতুর মানুষের হাহাকার ধ্বনি
আমিও তাদের মতো ক্ষুধায় কাতর
সুখের ঐশ্বর্য্য চেয়ে দুঃখের কন্টক পরি গলে
আমার দীনতা পরে' খেলা করে নব নব ব্যথার পালক
আমি এক সাধারণ লোক

২৪/০৬/২০২৪ ইং