আমাদের এ বীরপাড়াতে শীতের দাপট বেশি,
দুপুর হলেই রবির কিরণ দেখায় শক্ত পেশি।
বিকেল বেলা মিঠেল রোদে হলুদ সরষে খেতে,
মৌমাছিরা ডিগবাজি খায় মহানন্দে মেতে।
সন্ধে নামে হিমেল হাওয়ার পরশ মেখে গায়,
খেলা ছেড়ে শিশু-কিশোর ঘরে ফিরে যায়।
নিবু নিবু বিজলি আলোয় গ্রামটি ঘুমায় চুপ,
গভীর রাতের নিস্তব্ধতা কী যে অপরূপ!
মাঝে মাঝে বাইকের শব্দ, সাইকেলের টুংটাং,
দু-এক জনের দুলকি চলন খেয়ে তাড়ি-ভাঙ।
নেই শহুরে আলোর ঝিলিক মধ্য রাতের হাঁক,
রাত কাঁপিয়ে হয়ত শিয়াল দেয় কখনো ডাক।
আমাদের এ গাঁয়ের মানুষ আপন পরস্পর,
সবাই সবার খবর রাখে সামলে নিজের ঘর।
নেই শহুরে শিক্ষার দেমাক, হামবড়া ভাব খুব,
পারস্পারিক ভালোবাসায় দিই শান্তিতে ডুব।
২০/০১/২০২৫ ইং
বিঃ দ্রঃ নিজের গ্রাম এবং গ্রামের মানুষ ও পরিবেশ নিয়ে এ ছড়াটি লিখেছি।