তিলোত্তমার মৃত লাশ ছুঁয়ে জেগেছে বাঙালি আজ,
ধাপ্পাবাজের মস্তক 'পরে পড়েছে দীপ্ত বাজ!
জেগে ওঠো সবে দৃপ্ত শপথে আঁখি হতে খোল ঠুলি,
চেয়ে দেখো ওই শাসকের মুখে শিশু ভোলানোর বুলি।
পাঁচ পয়সায় বিক্রি অনেকে বিবেক তাদের বন্দি,
আর কতকাল জুলুমের সাথে করবে তোমরা সন্ধি?
যেভাবে জেগেছে তারুণ্য আজ- অবিচার রোধে ক্ষীপ্ত,
সেভাবে তোমরা সবাই সরোষে জ্বালাও মশাল দীপ্ত।
তোমরা তো নয় শিশু ভোলানাথ ললিপপে যাবে ভুলে,
চটি চেটে চেটে চটির ফিতায় তবে কেন যাও ঝুলে?
পুব দিগন্তে উদিলে সূর্য আঁধারের যবনিকা,
তারুণ্য তেজে জাগিলে সবাই ধরা দেবে জয়টিকা।
আর নয় ওরে গৃহ কোণে থাকা ছুটছে আলোর বান,
জালিম তাড়াতে একতা অস্ত্রে যত পারো দাও শান।
১৮/০৯/২০২৪ ইং