চাই নি বলে ফিরিয়ে দিই এমন সাধ্য আছে?
অযাচিত তোমার দানে হৃদয় আমার নাচে।
না চেয়ে পাই গোলাপ ঠোঁটের মিষ্টি মধুর হাসি,
জাগায় মনে জোয়ার-জলের বিপুল পুলকরাশি।
স্নিগ্ধ সমীর উড়ায় যখন তোমার রেশমি অলক,
মুগ্ধ চোখে চেয়ে দেখি পড়ে না আর পলক।
যখন তোমার বাহুলতা ঢেউ খেলায়ে দোলে,
ঊর্মিমালার অনন্ত ঢেউ আমার বুকে তোলে।
দূর্বা ঘাসের শিশির দ'লে যখন তুমি চলো,
শাড়ির ভাঁজে যৌবন রাশি করে টলমলো।
যখন তুমি হাত বাড়িয়ে ধরো আমার হস্ত,
শিহরণের বিজলি ছটায় হই যে অবিন্যস্ত।
তোমার হাতের অগ্নি ছোঁয়ায় প্রস্রবণের ধারা,
ছুটে চলে প্রবল বেগে ক'রে পাগল পারা।
না চাওয়াতেই যা পেয়েছি তাতেই খুশি আমি,
তোমার প্রেমের পীযূষ ধারায় ভাসি দিবা-যামী।
এর চে' বেশি চাই না আমি চাই না হীরা পান্না,
চাই না তোমার চোখে আমি বাদল ঝরা কান্না।
নদী যেমন কলকলিয়ে সাগর পানে ছোটে,
তেমন কলধ্বনির হাসি চাই যে তোমার ঠোঁটে।
৩১/০১/২০২২ ইং