তুমি শুধু নারী নও- ঝড়
তাণ্ডবের বহ্নিশিখা
ন্যায়ের মশালবাহী, দানবের বিভীষিকা
তোমায় পায়নি যারা
ভোগের লিপ্সায় তারা পেতে চায় রোজ
ব্যর্থতার পদাবলী ঢেকে দিতে
তারাই কুৎসা রটায়
জিঘাংসায়

যে হুজুর আপন কামিনী রেখে ঘরে
রিসোর্টে কাটায় রাত পরদারা নিয়ে
বেশ্যা ব'লে সেই সে তোমায় ভাজে তেলে ঘিয়ে
দুর্নীতির শিখর চূড়ায় যারা
কিংবা যারা ধর্মের নিশানধারী
ঢেকে দিতে আপনার পাপ
বাড়ন্ত বলির পাঁঠা খোঁজে রোজ রোজ
তাদের ক্ষোভের তুমি নিত্য অগ্নি ভোজ

তুমি নির্বাসিত
তোমার লেখনি যেন ভুজঙ্গের বিষ
কবরের ভয়ে হাত করে নিশপিশ
তোমার লেখাকে ভেবে আগুনের লেলিহান শিখা
অগ্নি দগ্ধ হওয়ার আগে ওরা জ্বালায় আগুন
রোষানলে দগ্ধ করে তোমার ফাগুন
পোড়ার আগেই চায় পোড়াতে বিপদ
তোমাকে ওদের এতো ভয়
নির্বাসিত হলেও তোমার নয় কি গো জয়

তোমার দুর্নাম ক'রে লেখে কত কবিতা ও গান
তোমার ক্ষুদ্র লেখায় সব হয় ম্লান
ওদের পাপিষ্ঠ বুকে
অনায়াসে ঢুকে পড়ে হিমানীর শীতলতা
তোমার সৃষ্টির ধার মুছে দিতে বাড়ায় উগ্রতা
সত্যরে লুকাতে গিয়ে অসত্যের বাড়ে আস্ফালন
মৃত্যুর মিছিল ছোটে নিত্য অগণন
তোমায় মুছিতে গিয়ে জন্ম দেয় ভীতির প্রহর
মুছিতে পারে না শুধু বাড়ে অগ্নিঝড়

১৫/০২/২০২৫ ইং

বিঃ দ্রঃ একুশের বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে তুলকালাম। সে কারণেই এই কবিতার জন্ম। প্রখ্যাত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক শ্রদ্ধেয়া তসলিমা নাসরিনকে কবিতাটি উৎসর্গ করলাম।