এই দিনে ধরাধামে এক অগ্নিবীর
দুঃসময়ে ভারতের ত্রাতা হয়ে আসে।
দোর্দণ্ড দাপটে তাঁর দালালেরা ভাসে
তিনি থাকে দেশপ্রেমে হিমালয় স্থির!
আজাদ বাহিনী গড়ে ব্রিটিশের ঘাড়ে
বিষাক্ত ছোবল হেনে ভাঙে মেরুদণ্ড!
ব্রিটিশের রাজ্যপাট হয় লণ্ডভণ্ড!
বাধ্য হয়ে লেজ তুলে তারা দেশ ছাড়ে।
বীর সুভাষের রক্ত প্রতি ক্ষণে ক্ষণে
প্রবাহিত ভারতের শিরায় শিরায়।
তাঁর যোগ্য কুলুন্ধর এ দেশের পতি।
তটস্থ শত্রুরা আজ আশঙ্কিত মনে
ভয়ার্ত দৃষ্টিতে এই দেশ পানে চায়!
সেই বীর্যবানে করি হাজার প্রণতি।
২৩/০১/২০২৩ ইং
আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন। জন্মদিনে সেই মহান দেশ প্রেমিক, অগ্নিবীর কে জানাই বিনম্র শ্রদ্ধা।