খেমটা নাচের বাদ্য বেশি দর্শক অধিক হয়,
উন্মাদনায় হাততালি দেয় নাচওয়ালির জয়।
বোদ্ধা দর্শক উসখুস করে ধ্রুপদী নাচ চায়,
উতাল হাওয়ায় ওদের স্বপ্ন মাঠে মারা যায়।
দামি সুরা কম বিক্রি হয় সবাই খোঁজে তাড়ি,
অল্প মূল্যে বক্ষ জুড়ে নেশার মাদল ভারি।
রবীন্দ্রনাথ, কাজী নজরুল নয় রে সস্তা পণ্য,
বিশ্বে কোটি কোটি মানুষ তাদের প'ড়ে ধন্য।
তাদের যারা হিন্দু-মুসলিম বানিয়ে পায় সুখ,
তাদের আমি কী বলি আর সময়ের উজবুক!
কবির কোন জাত হয় না রে, হয় না ধর্মে বন্দি,
বন্ধ করো তাদের ছোট-বড়ো করার ফন্দি।
বিশ্ব বক্ষে রবি-নজরুল সসম্মানে রাজে,
তাঁদের নিয়ে অরুচিকর কথা আজে বাজে!
বিশ্ব বোদ্ধাগণের মনে ব্যথার কৃষ্ণ দাগ,
সস্তা নর্তক-দর্শক মনে খুশির অনুরাগ।
গুণীর কদর না করলে কি গুণীর জন্ম হয়?
অবহেলায় সমাজে হয় তমসার উদয়।
১৬/০৯/২০২৪ ইং