যার বুকে চৈতালি আগুন সে পোড়ায় এবং পোড়ে
কবিদের সমগোত্রীয় সে
মানুষের দুঃখে কবি হৃদয় দগ্ধিত হয়
(যদিও কিছু কিছু কবি তল্পিবাহক, তাবেদার)
তারপর কলমের লেলিহান শিখায়
পোড়ায় দুরন্ত দুস্কৃতি ডানা
যাদের হৃদয়ে রেডির তেলের নিবু নিবু বাতি
তারা নিজেরা পুড়লেও পোড়াতে পারে না কাউকে
নিকটের শান্তিপ্রিয় মানুষকে দিতে পারে দুদণ্ড সুখের আলো
যাদের হৃদয়ে অগ্নিগিরির ফুটন্ত লাভা বা রেডির তেলের আগুন নেই তারা অকর্মার ঢেঁকি
না নিজে পোড়ে, না কাউকে পোড়াতে পারে
চারিদিকে জন্ম দেয় অন্ধকার
সেখানে জন্মায় সমাজবিরোধী
যেন পরিচর্যাহীন জমিতে আগাছার উৎপাত
১৩/০৯/২০২৩ ইং