ভালো না থাকার অদ্ভুত এক আঁধারে ডুবেছি আমি,
ব্যথিত হৃদয় পালানোর পথে ধাবিত দিবস যামী।
আবার যদি গো ফিরে আসে মনে দখিনা পবন ধীরে,
কেটে যায় সব অমানিশা ঘোর শান্তি বর্ষে শিরে,
দেখা হবে কোন উতলা ফাগুনে অলির গুঞ্জরণে।
অথবা সঘন বরষা মগন ঘন হিজলের বনে।
কিংবা গোলানো ফেসবুক পেজে হাসি খুশি মাখা গানে,
অথবা শারদ কাশফুল বনে পাখিদের কলতানে।
সেদিন না হয় হাসির বাগানে হাসবে হাসনু হেনা,
অঝোরে হাসবে জল ভরা মেঘ কাঙ্খিত চিরচেনা।
হাসবে শুকনো ফুলদল পুনঃ সুবাস ছড়িয়ে বায়ে,
আমিও সেদিন হাসবো আবার ঝিল্লি মুখর গাঁয়ে।
তার আগে চাই নীরব নিশীথ দুঃখ ভোলানো রাত,
নিশুতির বুকে শির রেখে আঁখি ঝরাক অশ্রুপাত।
যদি না কখনো ফেরে শুভক্ষণ হারাবো কালের গর্ভে,
ভালো থেকো সব বন্ধু-স্বজন সুখৈশ্বর্য গর্বে।
১৬/০৬/২০২৪ ইং
বিঃ দ্রঃ কবিতাটির প্রথম দুটি চরণ এবং শিরোনাম পরিবর্তন করে দিলাম। যেসব কবি বন্ধুরা ইতিমধ্যে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবার জন্য অনন্ত শুভ কামনা।