কখনো কখনো অনুমান হয় নির্ভেজাল
যোগ্যতার আত্মতৃপ্তিতে ঢেকুর ওঠে মনে
কখনো বা অনুমান পাড়ি জমায় ভুলের ঠিকানায়
কারো ঠোঁট নড়া দেখে গালি দিচ্ছে ভাবা
থুথু ফেলা দেখে ঘৃণা করে ভাবা
কিংবা বিদ্রুপে নিশ্চুপ থাকাকে দুর্বল ভাবা
বুমেরাং হয় কখনো কখনো
গালির বদলে গালি  
হিংসার বদলে হিংসা
ক্ষতির বদলে ক্ষতি করা- আদিম স্বভাব
কুশিক্ষার দাবানল
চুপ করে থাকাও কখনো কখনো দুর্দান্ত প্রতিবাদ
বুদ্ধিমানেরা বুঝতে পারেন এ সব
অতি বুদ্ধিমান লোক হাওয়ায় ঘুষি ছোঁড়ে
জিঘাংসার লোল ঝরায় অধরে
করে অসভ্যতার আবাদ

০৬/০৪/২০২৫ ইং