রাতের আকাশ যেন চাদের আলোয় চেয়ে মিটি মিটি হাসে
বলে যায় চুপিসারে- নিয়তির খেলা
তোমার সাজানো বাগে গন্ধহীন কুসুমের চাষ
অলির গুঞ্জন নেই
হরেক রঙের ডালি প্রজাপতি আসে নাকো ধেয়ে
কী হবে তোমার কাছে বর্ষার ঝিল্লির সুর চেয়ে চেয়ে
তারকারাজির ঠোঁটে পরিহাস নাচে--
অনুদিত অনুভূতি- তমসার রাত
অক্টোপাসের মতন আমায় ধরেছে ঘিরে
যতই যতন করি জুড়িবারে আশা
মিলায় সুদূরে হেসে
আমি যেন আবদ্ধ শৈবাল এক- মজা জলে ভাসা
ধাবমান তটিনীর গতিধারা পেতে উচাটন মন
ব্যাকুল চোখের কোনে সজল মেঘের আনাগোনা
আলোর দিশার খোঁজে অবিরাম চলা
জমাট আঁধারে বসে করি হায় হায়
সব নদী পয়োধিতে মিশে সুখ পায়
করে জলকেলি
আঁধারের বারিধিতে বসে বসে আমি অশ্রু ফেলি

১২/০৬/২০২৪ ইং