স্বপ্নরা ডানা মেলে গাঙচিল
ফাগুনের রঙ মেখে চুপ।
আশা মনে, খুঁজে পাবে এলোকেশী
শিশিরের চুপ কথা ধূপ।
কষ্টের জানালায় আড়ি পেতে
খুঁজে নেবে ব্যথাতুর রাত,
কান্নার নোনা জলে মুছে দেবে
বেদনার অশ্রু প্রপাত।
ছড়াবে না ছলনার মায়াজাল
হিমানীর শুভ্রতা মেলে,
চৈত্রের ঝাঁজ মাখা ভালোবাসা
অকৃপণ হাতে দেবে ঢেলে।
থাকবে না বিভেদের আলপথ
আঁধারের চোরাগলি ভুলে,
গোধূলির রঙ মাখা হাসিটুকু
প্রতিদিন দেবে শুধু তুলে।
আসবে না অকারণ অভিমান
যুক্তির সরণিতে হেঁটে,
দগদগে বেদনার গুরুভার
আদর-সোহাগে নেবে বেঁটে।
১৭/০১/২০২২ ইং