শ্যামলা মেয়ের রক্তজবা চোখ,
এলোমেলো কৃষ্ণ কালো চুল!
নারীর ভূষণ লুট হয়েছে তার,
এই বেদনার হয় কি কোন তুল?
শ্রাবণ ধারা আঁখির কোণে বয়!
বক্ষ জুড়ে কষ্ট নদীর ঢেউ!
তোমরা যারা হারাওনি কো লাজ
ওই বালিকার কষ্ট বুঝো কেউ?
তোমরা যারা ভদ্রলোকের পুত
চক্ষু মুদে বসে দধি খাও।
যার গিয়েছে সব হারিয়ে তার
বুকের কষ্ট তোমরা কি টের পাও?
ফুলের মধু ভেবে হায়না দল
ফুলকলিদের পাপড়ি ছিঁড়ে খায়।
প্রতিরোধের ঝড় যদি না বয়
কালকে তোমার লজ্জা উড়বে বায়!
তোমরা যারা সুখ বিলাসী জীব
বিত্ত মাঝে চিত্ত ঢাকা রয়।
মন তোমাদের মরা নদীর চর
বৃষ্টি-রোদে ঊষর মরুময়।
বুকের রক্ত হায়না করলে পান
তখন তোমরা একটু ব্যথা পাও!
ব্যথায় কারো ঝরলে আঁখিজল
ভাবো- কী লাভ ভেবে এসব ফাও!
এমনি করেই অপরাধের বিষ
সমাজে দেয় ভূমিকম্পের দোল!
বোলতাগুলোর দাপটে সব চুপ
ওদের মুখে সুখের হরিবোল।
২৫/১১/২০২২ ইং