স্বাধীন দেশের সরকার কি গো করছে বাঁশের চাষ?
বই পাচ্ছে না শিক্ষার্থীরা- নয় আচাঁছা বাঁশ?
সাগর ফোঁসে, পাহাড় রোষে বুকে শক্তি নিয়ে,
তুফান-ভূমিকম্পে কাঁপায় জনগণের হিয়ে।
হিংসা, রাগে ফুঁসে মরে নির্বোধ আছে যত,
আমজনতার সুখের কপাল পোড়ায় অবিরত।
পাকা ফলে পুষ্টি বেশি কাঁচা ফলে কম,
কম বয়সী ক্ষমতাবান দেশ-জনতার যম।
দেশের ক্ষতি, হম্বিতম্বি অনেক হলো ভাই,
ভালোর নামে মন্দ হেসে করছে যে জবাই!
এ অযোগ্য, কুপাত্রদের কুমন্ত্রণার কাজ,
জনগণ ও দেশের মাথায় ফেলছে নিতি বাজ।
তক্তে বসে গুন্ডামিরাজ করেই সময় পার,
দেশ-জনতার কথা ভাবার সময় কোথায় আর?
ওদের সৃষ্টি আচাঁছা বাঁশ খাবে কত কাল?
সুসংবদ্ধ প্রতিরোধে ঠেকাও ওদের চাল।
১১/০১/২০২৫ ইং