চড়াই করে তিড়িংবিড়িং
বিড়াল করে মিউ,
আকাদেমির দ্বারে দেখি
মস্ত বড়ো কিউ।
সেথায় আছে দোয়েল-কোয়েল
আছে ময়না-টিয়ে,
শালিক পাখি গান ধরেছে
ঠোঁটে কেঁচো নিয়ে।
লজ্জা রাঙা কোকিল বলে
তোদের জ্বালায় মরি,
জানি তোরাই টিকিট পাবি
হনুর পায়ে ধরি।
লজ্জা-শরম নাই রে তোদের
তেলের পিপে খুলে,
যাকে তাকে তেল মেরে যাস
বাঁদর দোলা দুলে।
কা-কা- করে কাক এসে কয়
কেমন কথা বলো?
আমি পাবো আকাদেমি
তোমরা কানটা মলো।
বুঝলো সবাই গলার জোরে
কাকই হবে সেরা,
তাইতো সবাই পালিয়ে যায়
পিটিয়ে মস্ত ঢেঁড়া।
২০/০৫/২০২২ ইং