মন আঙিনা রাঙায় না আর ছন্দ সুখের বাণী,
ভাবনারা সব তেপান্তরে টানছে ব্যর্থ ঘানি।
এলোমেলো হয়ে ভাবনা ছুটছে এদিক-ওদিক,
ভাবনাবিহীন ভাবনাগুলো আছে সুখে নির্ভীক।
অনেক চিন্তা-ভাবনা করে যখন কর্ম করি,
পরিণতি হয় না ভালো অনর্থে যায় ভরি।
ভাবনাবিহীন অনেক কর্মের পরিণতি ভালো,
প্রত্যাশাহীন ফলাফলে জ্বালে দীপ্ত আলো।
হতাশার এক বৃত্ত আমায় ধরেছে খুব ঘিরে,
স্বপ্নগুলো পাখির ডানায় যাচ্ছে উড়ে ধীরে।
পারিবারিক, পারিপার্শ্বিক, করোনার এ জ্বালা,
মন্দ বায়ুর বেগে এসে পরায় দুঃখের মালা।
উপকারী মুঠোফোনের যথার্থ যে কর্ম,
দূরে ঠেলে মন্দ কর্মে ব্যস্ত হওয়াই ধর্ম।
বাবা-মায়ের স্বপ্ন ভেঙে ছেলে-মেয়ে সবাই,
পড়ালেখা ধ্বংস করে হচ্ছে রোজই জবাই।
ফুলের মতো সুবাস ভরা শিশু-কিশোর বেলা,
নষ্ট করছে মুঠোফোনের হরেক রকম খেলা।
আচম্বিতে বিপদ এসে পড়ে ওদের ঘাড়ে,
অমল-ধবল মনে দুঃখ আসে বারে বারে।
ভালো কথা বললে ওদের মাথায় জ্বলে আগুন,
রেগে-মেগে ঘর ছেড়ে যায় পোড়ায় রাঙা ফাগুন।
এমনি করেই পরিবার ও দেশের অগ্রগতি,
থমকে গিয়ে পবন বেগে হচ্ছে অবনতি।
২৯/১২/২০২১ ইং