সতেজ ফুলের মতো থেকো আজীবন,
ফুলের বিশুদ্ধ হাসি ঠোঁটের ডগায়
থাক না আবেশে লেগে কমনীয়তায়--
অমোচনীয় কালির মতো আমরণ।
কুহেলি বিজন সন্ধ্যা না আসুক মনে,
না আসুক হিংস্রতার অদম্য উল্লাস।
স্বার্থের বিবরে যেন না হয় আবাস,
সুখের চারণ ভূমি হও প্রিয়জনে।
অদম্য ইচ্ছের জোরে সুস্থতার ফাগ,
মনের অলিন্দে হেসে করে প্রণিপাত।
সৃষ্টি করে মরূদ্যান, সোনালি প্রভাত,
উদ্যমী সাহসে সৃজ দৃপ্ত অনুরাগ।
তোমার সুস্থতা হবে প্রেরণা আমার,
কেটে যাবে কুহেলির অমানিশা ভার।
০৯/০৭/২০২৪ ইং
বিঃ দ্রঃ কবিতাটির শিরোনাম প্রথমে ছিল "আকাঙ্ক্ষা"! আমার নিজের কাছেই কেমন যেন লাগছিল। তাই শিরোনাম পরিবর্তন করে "অভিপ্সা" করলাম।