মাথার ভেতরে লাটিমের মতো বন বন করে ঘুরছে একটি প্রশ্ন
পাক হানাদারদের চাপিয়ে দেওয়া উর্দু ভাষার বিরুদ্ধে গর্জে উঠলেন মাতৃভাষা প্রেমি একদল অকুতোভয় তরুণ
রফিক, শফিক, সালাম, জব্বারসহ আরো অনেকে
তপ্ত বুলেটের আঁচে ঢাকা শহরের কালো রাজপথ হয়ে গেল লোহিত সাগর
বশ্যতা স্বীকার করলেন স্বৈরাচারী নাপাক শাসক
মাতৃভাষা বাংলা টিকে গেল সাড়ম্বরে
তারিখটা ছিলো বাংলা তেরশত আটান্ন সালের আট ফাল্গুন
ইংরেজি উনিশশত বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি
প্রতিষ্ঠিত হলো মাতৃভাষা বাংলার মর্যাদা
শহীদদের স্মরণে আমরা পালন করতে শুরু করলাম ভাষা শহীদ দিবস
শুরু থেকেই শহীদদের স্মরণে পালন করা হচ্ছে ইংরেজি মাসের ইংরেজি তারিখ
বাংলা মাসের বাংলা তারিখ কেন নয়?
একুশে ফেব্রুয়ারি মিশে গেছে আমাদের রক্তে
ফেব্রুয়ারির একুশ তারিখে নগ্নপায়ে প্রভাত ফেরিতে আমরা গাই "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি"
কিন্তু ভাষা শহীদদের স্মরণে প্রথম থেকেই আমরা কেন পালন করিনি বা করছি না আট ফাল্গুন?
তবে কি এ সিদ্ধান্তের মধ্যেও লুকিয়ে ছিল পাকি শাসকের কোন তাবেদার?
কিংবা তাদের প্রেতাত্মা!?
বেয়াড়া প্রশ্নটা কাঁটার মতো খোঁচা মারছে প্রতিনিয়ত
সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো বুকের ভেতর প্রশ্নের ঢেউ
ভাষা শহীদদের রক্তক্ষরণের শব্দ বুকে বাজে অনবরত
প্রবাহমান নদীর মতো এ ব্যথা প্রবাহিত শিরায় শিরায়
আট ফাল্গুন হোক "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"
২৪/০২/২০২২ ইং
আসুন, বিষয়টি নিয়ে সবাই লিখি এবং ভাবনাটা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিই।