ঘরে কি আছো কেউ ?
জবাব ভেতর থেকে - ঘেউ ঘেউ l
একটা কাগজ আছে, কেউ থাকলে নিও
ডেকে ওঠে ভেতর থেকে - মিঞ মিঞ l
ছুটে গেলো একজন, বলি - একটু থামবা
জবাব আসে উঠান থেকে - হাম্বা হাম্বা l
বিরক্ত আমি - কি সব জবাব, ছ্যা ছ্যা
জবাব তক্ষুনি - ব্যা ব্যা l
ধৈর্য ধরে বলি, শোনো না কেউ একটু
মিষ্টি গলায় জবাব - কুউউ.. কুউউ.. l
কি সব জবাব পাচ্ছি যা তা
গাছ থেকে সাড়া - কা কা l
এই যে অসম বার্তা বিনিময় মিছিমিছির
সমস্বরে ভেতর থেকে কিচিরমিচির
এ কি বাড়ি, নাকি চিড়িয়াখানা ?
মানুষের নেই জবাব, পশুদের আনাগোণা l
ভাবি বাঘ সিংহ হাতি তারাই বা কেন বাদ
আসুক গন্ডার হরিণ শেয়াল বাঁদর লেপার্ড l
ঘরেই আসুক চিড়িয়াখানা বনের থেকে হেঁটে
ঘরে থাকুক আদরযত্নে খাক চেটেপুটে l